সোমবার, ১৬ মে ২০২২, ০৫:০০ অপরাহ্ন
মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বসত ভিটায় গড়ে ওঠা সরকারি বরিশাল কলেজের নামের সাথে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নাম যুক্ত করার পক্ষে বিপক্ষে বিক্ষোভ ও গণসাক্ষর কর্মসূচী হয়েছে। এতে করে উত্তপ্ত পরিন্থিতির সৃষ্টি হয়। বুধবার সকালে শহরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন ও সরকারি বরিশাল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ পাল্টাপিাল্টি এই কর্মসূচী পালন করে। এসময় উভয়পক্ষ পাল্টাপাল্টি শ্লোগান দিয়ে বিক্ষোভ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়নে ছিল। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ জানান,
অশ্বিনী কুমারের স্বজনরা বাড়িটি বিক্রি করে। পরে সেখানে বরিশাল কলেজ স্থাপন করা হয়। বিভাগীয় শহর হিসাবে কলেজের নাম বরিশাল কলেজ রাখাই যুক্তিযুক্ত বলে দাবী তাদের। অপরদিকে বাসদ নেতৃবৃন্দ জানান, শিক্ষার বিস্তারে মহাত্মা অশ্বিনী কুমারের অবদান অনস্বীকার্য। মহাত্মার বসতভিটাটাই এখন বরিশাল কলেজ। অথচ সেখানে তার কোন নাম নেই। তাই কলেজটির নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্ত কলেজ করার দাবী জানান তারা। উল্লেখ্য, সুধী সমাজের পক্ষ থেকে অশ্বিনী কুমারের বাড়িতে স্থাপতি সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার কলেজ করার জন্য দীর্ঘ বছর ধরে দাবী জানিয়ে আসছে। তারই প্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রনালয় থেকে কলেজের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ নেয়। বিষয়টি প্রকাশ পেলে নাম পরিবর্তনে মতভেদ দেখা দেয়।